ডাম্পারে করে সরানো হচ্ছে প্রতিমার কাঠামো—কড়া নজরে রিভার ট্রাফিক পুলিশ

বৃষ্টি মাথায় নিয়েই একাদশীতে প্রতিমা বিসর্জন।

author-image
Tamalika Chakraborty
New Update
প্রতিমা বিসর্জন


নিজস্ব সংবাদদাতা: অবিরাম বৃষ্টিকে সঙ্গী করেই চলল দুর্গা প্রতিমার বিসর্জন। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবারও সকাল পর্যন্ত গঙ্গার বিভিন্ন ঘাটে চলল প্রতিমা নিরঞ্জনের দৃশ্য। ঘাটে ঘাটে ভিড় জমালেন ভক্তরা।

প্রতিমা বিসর্জন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। প্রতিটি ঘাটে মোতায়েন রয়েছে পুলিশ, পাশাপাশি নদীতে নজরদারিতে রয়েছে রিভার ট্রাফিক পুলিশ। নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখছে ডাইভার টিমও।

Rain

বিসর্জন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রতিমার কাঠামো গঙ্গা থেকে তুলে আনা হচ্ছে। সেই কাঠামো ডাম্পারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায়। এর ফলে গঙ্গা পরিষ্কার রাখতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

ভক্তদের ভিজে যাওয়া জামাকাপড়, ভিজে যাওয়া মুখ—তবু চোখে শুধুই মায়ের বিদায়ের আবেগ। বৃষ্টি যতই বাধা দিক, মায়ের বিদায়ের অনুষ্ঠান থেমে থাকেনি এক মুহূর্তের জন্যও।