মুর্শিদাবাদে বাবরি বিতর্ক—আদালতের বড় ঘোষণা, রাজ্যকে কঠোর সতর্কবার্তা

মুর্শিদাবাদের বাবরি মসজিদ মামলায় কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। রাজ্যকে শান্তি রক্ষার নির্দেশ। এলাকায় মোতায়েন ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

author-image
Tamalika Chakraborty
New Update
calcutta high court

নিজস্ব সংবাদদাতা:  মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে দায়ের হওয়া মামলায় কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্যেরই। হুমায়ূন কবীরের কর্মসূচি নিয়েও আদালত কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।

humayun kabir .jpg

বিচার চলাকালীন আদালতে সওয়াল করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এলাকার সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, তাই রাজ্যকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজ্যের তরফে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথেষ্ট পুলিশ ও বাহিনী মোতায়েন রয়েছে।

অন্যদিকে কেন্দ্রের তরফে আদালতকে জানানো হয়, ওই এলাকায় ইতিমধ্যেই ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা পরিস্থিতির উপর নজর রাখছে। সব মিলিয়ে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, শান্তি বজায় রাখার দায় রাজ্য প্রশাসনকেই নিতে হবে।