উপড়ে ফেলে দিলেন গার্ডরেল! আন্দোলনকারী শিক্ষক-শিক্ষাকাদের সামলাতে বিকাশভবনের সামনে ব্যাপক পুলিশ বাহিনী

আন্দোলনকারী শিক্ষক-শিক্ষাকাদের সামলাতে বিকাশভবনের সামনে ব্যাপক পুলিশ বাহিনী।

author-image
Tamalika Chakraborty
New Update
police fore bikar bhawan

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকে নতুন করে বিকাশ ভবনের সামনে উত্তেজনা দেখা দিয়েছে। ব্যাপক পরিমাণে পুলিশ বিকাশ ভবনের ভিতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে।  প্রথমে বিকাশ ভবনের সামনে গার্ডরেল দেওয়া হয় পুলিশের তরফে।  কিন্তু আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা সেই গার্ডরেল উপড়ে ফেলে দেন। যার ফলে এখন পুলিশ ও ব়্যাফ মানববন্ধন করে বিকাশ ভবনের সামনে পাহারায় রয়েছেন। আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেন, রাতে বিকাশভবনের সামনে বহিরাগত গুণ্ডাবাহিনীর দৌরাত্ম্য দেখা দেয়।  নানাভাবে এই গুণ্ডাবাহিনী শিক্ষক-শিক্ষিকাদের ভয় দেখানোর চেষ্টা করে। 
protest teachers