/anm-bengali/media/media_files/2025/07/25/house-damage-2025-07-25-12-44-36.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে কার্যত ভোগান্তির চূড়ায় কলকাতাবাসী। একটানা ভারী বৃষ্টির জেরে শহরের দুটি পুরনো বাড়ির অংশ বিশেষ ভেঙে পড়েছে। একটি ঘটনা ঘটেছে গিরিশ পার্কে, অন্যটি বউবাজার এলাকায়। সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকালে বউবাজারের একটি বহু পুরনো বাড়ির একাংশ হঠাৎ ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপ সোজা গিয়ে পড়ে ফুটপাতে থাকা একটি ছোট দোকানের উপর। দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও, আশ্চর্যজনকভাবে কেউ আহত হননি। পুলিশ ও পুরসভার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।
অন্যদিকে, গিরিশ পার্ক এলাকাতেও একটি বাড়ির অংশ ধসে পড়ে। যদিও বাড়ির ভিতরে থাকা বাসিন্দারা সময়মতো বাইরে বেরিয়ে আসায় বড় বিপদ এড়ানো গেছে। তবে দুটি ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। পুরনো বাড়িগুলির অবস্থা যে ভয়ানক রকম খারাপ, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই বৃষ্টিই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/25/water-logging-aa-2025-07-25-12-35-50.jpg)
বৃষ্টির জেরে শহরের আরও কিছু জায়গায় গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে। ফোর্ট উইলিয়াম সংলগ্ন ময়দানের কাছে একটি বিশাল গাছ হঠাৎ রাস্তার উপর ভেঙে পড়ে। তবে কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে রাস্তা পরিষ্কার করে দেয়, ফলে কোনও যানজট হয়নি।
এছাড়াও শহরের একাধিক অঞ্চলে জল জমে গিয়েছে। কলকাতা পুরসভা তৎপরতার সঙ্গে জল অপসারণের কাজ শুরু করেছে। কিছু এলাকাতে ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।
এই লাগাতার বৃষ্টিতে একদিকে যেমন বাড়ির ধস, অন্যদিকে গাছ পড়া, তাতে শহরের মানুষ মনে করছেন—শুধু বর্ষা নয়, এ যেন দুর্যোগের বার্তা। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও উঠছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us