/anm-bengali/media/media_files/sZI1GOd2CncrK04CC07V.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাশিফল অনুযায়ী কোনও ব্যক্তি তার সুন্দর ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারেন। আধ্যাত্মিক মতে রাশিফলকে কোনও ব্যক্তির দুর্ভাগ্য ও সৌভাগ্যের সেতু বলে মনে করা হয়। তাই আধ্যাত্মিক মতে রাশিফলকে খুবই গুরুত্ব দেওয়া হয়। রাশিফল অনুসারে আজ সৌভাগ্য চরমে থাকবে বৃষ, ধনু, মকর ও কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের। দুর্ভাগ্যের দমন করতে সক্ষম হবে আজ বৃষ, ধনু, মকর ও কুম্ভ রাশির জাতক ও জাতিকারা। একাধিক উপায়ে বৃষ, ধনু, মকর ও কুম্ভ জাতক ও জাতিকাদের আজ সাফল্য আসবে। জানুন কেমন যাবে বৃষ, ধনু, মকর ও কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আজকের ভাগ্য-
বৃষ রাশি- সম্পত্তি কেনার জন্য পরিবারের সঙ্গে আলোচনা হতে পারে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ হবে। কোনও সামাজিক কাজের দায়িত্ব পূরণ করায় সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আয় বাড়তে পারে। নতুন চাকরির জন্য প্রচুর কষ্টের ফলে পেতে পারেন। খরচ বৃদ্ধি পাবে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। বিপদ ঘটতে পারে। কারও সঙ্গে বিবাদ ঘটতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। আধ্যাত্মিক আলোচনায় অংশ নিতে পারেন, মনে শান্তি আসবে।
ধনু রাশি- গৃহনির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। চাকরিজীবীরা কাজের জায়গায় বড় সুনাম পাবেন। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ রয়েছে আজ ধনু রাশির জাতক ও জাতিকাদের। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ধর্মীয় কাজে দান করলে মনে আনন্দ লাভ হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আসতে পারে। অনেকদিন বাদে কাছের কোনও মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে।
মকর রাশি- বিদ্যার্থীদের আজ অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে। শিল্পীরা কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। সম্পত্তি কেনার জন্য অর্থ খরচ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত আয় হতে পারে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করে কিছু দান করলে মনে শান্তি আসবে। নিজের শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে আপনার।
কুম্ভ রাশি- ব্যবসায়ীদের অতিরিক্ত কাজের চাপের জন্য কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। তবে ব্যবসায়ীদের কাজ থেকে আজ প্রচুর অর্থ প্রাপ্তি হবে। খেলাধুলায় নাম করার সুযোগ আছে। গবেষণায় সাফল্য লাভ হবে। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। বেকারদের হাতে কাজ আসতে পারে। আধ্যাত্মিক আলোচনায় অংশ নিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us