নিজস্ব সংবাদদাতা: চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের দেওয়া ভাতা সংক্রান্ত নির্দেশিকার উপর ফের আদালতের স্থগিতাদেশ জারি হল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন।
এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল, চাকরি হারানো গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এই ঘোষণার পরে ব্যাপক চর্চা শুরু হয়, এবং বিরোধী পক্ষের অভিযোগ ছিল এই সিদ্ধান্ত আদালতের আদেশ লঙ্ঘন করছে।\
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/20/MwnIYN2I5Mb3FXvN1ROI.jpg)
এই সংক্রান্ত মামলায় আজ হাইকোর্ট জানিয়ে দেয়, রাজ্য সরকারের ওই ভাতা দেওয়ার নির্দেশ আপাতত স্থগিত থাকবে। অন্তর্বর্তী স্থগিতাদেশ কার্যকর থাকবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
বিচারপতি অমৃতা সিনহা আরও নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা জমা দিতে হবে। এবং মামলাকারীরা রাজ্যের সেই হলফনামার উত্তর দেবেন দুই সপ্তাহের মধ্যে।
এই রায়ের ফলে আপাতত রাজ্য সরকার ভাতা দিতে পারবে না চাকরি হারানো ওইসব গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। ফলে আবার নতুন করে আইনি জটিলতায় জড়াল রাজ্য, আর তাতে অনিশ্চয়তায় পড়লেন হাজার হাজার চাকরি হারানো প্রার্থীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us