/anm-bengali/media/media_files/7YAdcq0U2TR8vQcXdNBh.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে দুর্যোগের ছবি এখনও থামেনি। নিম্নচাপের জেরে কলকাতায় ভারী বৃষ্টি চলতেই থাকবে, সঙ্গে জলমগ্ন মহানগরের দুরবস্থা আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এখানেই শেষ নয়। পূর্বাভাস অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার (চতুর্থী) আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/west-bengal-train-2025-09-23-09-25-05.jpg)
আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘণ্টা এটি সেখানেই থাকবে, তারপর ধীরে ধীরে দুর্বল হবে। তবে তার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি এবং কলকাতা-সহ আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও ঝাড়গ্রামে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার রাতের বৃষ্টিকে অনেকেই ক্লাউড ব্লাস্ট ভেবেছিলেন। তবে আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে—এটি মোটেই ক্লাউড ব্লাস্ট নয়। এত বৃষ্টি হয়েছে শুধুমাত্র নিম্নচাপের কারণে তৈরি হওয়া পুঞ্জিভূত মেঘ থেকে। এদিনের বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৫১ মিলিমিটার, যা এক বিরল রেকর্ড। ১৯৭৮ এবং ১৯৮৬ সালের সেপ্টেম্বরে এরকম প্রবল বর্ষণ হয়েছিল। সবমিলিয়ে এবারকার বৃষ্টি ষষ্ঠ সর্বোচ্চ রেকর্ড হিসেবে নথিভুক্ত হলো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us