/anm-bengali/media/media_files/2025/06/21/pg-man-students-hall-2025-06-21-12-42-39.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিডন স্ট্রিটের গার্লস হোস্টেলে মাঝরাতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। হঠাৎ করেই ভেঙে পড়ল ঘরের উপরের লোহার ভারী বিম। সেই সময় ঘরের ভিতরে ঘুমোচ্ছিলেন তিনজন ছাত্রী। সেকেন্ডের ব্যবধানে তারা প্রাণে বেঁচে যান। বিস্ফোরণের মতো শব্দে কেঁপে ওঠে গোটা হোস্টেল চত্বর।
ঘটনার পর আতঙ্কে চিৎকার করে ওঠেন হোস্টেলের অন্য ছাত্রীরা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হুলুস্থুল। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হোস্টেলের পুরনো ও জরাজীর্ণ অবস্থা নিয়ে বহুদিন ধরেই অভিযোগ করে আসছিলেন ছাত্রীরা। কিন্তু এতদিন তা নিয়ে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/21/girls-hostel-2025-06-21-12-43-32.jpg)
এই ঘটনার পর নিরাপত্তার খাতিরে হোস্টেলের মোট ৭৫ জন ছাত্রীকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তবে যাঁদের ঘরে বিম ভেঙে পড়েছিল, তাঁরা তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে যান—না হলে এই দুর্ঘটনা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারত।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, হোস্টেলের পরিকাঠামো খতিয়ে দেখে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। তবে ছাত্রীরা প্রশ্ন তুলেছেন—এমন ঘটনা ঘটার আগেই কেন নজর দেওয়া হয়নি? তাদের দাবি, হোস্টেলের নিরাপত্তা যেন অগ্রাধিকারে রাখা হয়।
পুরনো কলকাতার বুকে এই হোস্টেল বহু বছর ধরে ছাত্রছাত্রীদের আশ্রয় দিয়ে এসেছে, কিন্তু এখন তার অবস্থা এতটাই বেহাল যে তা জীবননাশের কারণ হয়ে উঠতে পারে—এই ঘটনাই তার প্রমাণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us