মিনি ফিরোজের দাপট ফের শহরে! সাজিদ, নুমান, ছোটা রাজাদের নিয়ে দাপট দেখাল দুষ্কৃতীরা

গুলশন কলোনিতে বন্দুকবাজের দাপটে শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
firing in kolkata

নিজস্ব সংবাদদাতা: গুলশন কলোনিতে দুষ্কৃতীদের তাণ্ডব ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রের খবর, একসময় এই গোটা এলাকা নিয়ন্ত্রণ করত মিনি ফিরোজ। পুলিশের অনুমান, ফের এলাকা দখলের উদ্দেশ্যেই বৃহস্পতিবার রাতে সাঙ্গপাঙ্গদের নিয়ে হামলা চালায় ফিরোজ। তার সঙ্গে ছিল আরও নয়জন দুষ্কৃতী। অভিযুক্তদের মধ্যে রয়েছে সাজিদ, মুস্তাফা, নুমান, ছোটা রাজা, শাহবাজ, মধু ও আহতারাম। এদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

পুলিশ জানাচ্ছে, এই তাণ্ডবের মূল লক্ষ্য ছিল গুলশন কলোনির সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করা। যাতে এলাকায় পুনরায় প্রভাব বিস্তার করতে পারে ফিরোজ ও তার দল। কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে—EM বাইপাসের মতো জনবহুল এলাকায়, পুলিশের চোখের সামনে কীভাবে এমন হামলা চালাল দুষ্কৃতীরা? কোথা থেকে এলো এত আগ্নেয়াস্ত্র? কারা বা দিচ্ছে দুষ্কৃতীদের হাতে এই অস্ত্রের জোগান?

gunfire

মিনি ফিরোজের নাম এর আগেও নানা অপরাধের সঙ্গে জড়িয়েছে। এলাকায় চাঁদাবাজি থেকে খুনোখুনি—সবেতেই তার ছায়া রয়েছে বলে অভিযোগ। তবু কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজর এড়িয়ে ফের মাথাচাড়া দিল এই দুষ্কৃতীচক্র, সেই নিয়েই প্রশ্নের ঝড় উঠেছে।