মালদা-মুর্শিদাবাদে হিংসা পরিকল্পিত! বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের

স্বরাষ্ট্র মন্ত্রকে মালদা-মুর্শিদাবাদে হিংসার ঘটনার রিপোর্ট পেশ করলেন রাজ্যপাল।

author-image
Tamalika Chakraborty
New Update
cv ananda bose.jpg

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী আইন ইস্য়ুতে মালদা ও মুর্শিদাবাদে হিংসার ঘটনার রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠালেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস।  রাজ্যপাল সিভি আনন্দ বোস রিপোর্টে বলেছেন, ওয়াকফ সংশোধনী  আইন ইস্যুতে মালদা ও মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তা পূর্বপরিকল্পিত।  এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও তিনি রিপোর্টে সাফ জানিয়ে দেন।  এছাড়া, তিনি রিপোর্টে জানান, মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় এখনও ভয়ের পরিস্থিতি বিরাজ করছে।  রাজ্যপাল সিভি আনন্দ বোস মালদা ও মুর্শিদাবাদে স্থায়ী বিএসএফ ও সিআরপিএফ-এর ক্যাম্পের সুপারিশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, পরিস্থিতি যদি আরও ভয়ানক হয়, সেক্ষেত্রে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে পারে। তিনি রিপোর্টে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষন করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের জেরে মালদা ও মুর্শিদাবাদে বর্তমানে  একাধিক জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে কড়া নজরদারির ব্যবস্থার দাবি করেছেন রাজ্যপাল।  তবে পরিস্থিতি অত্যন্ত খারাপ হলে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে বলে সুপারিশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

s