/anm-bengali/media/media_files/2025/09/24/water-drinking-2025-09-24-08-32-05.jpg)
নিজস্ব সংবাদদাতা: দেবীপক্ষের তৃতীয় দিন কলকাতার জন্য এল শুধুই জলযন্ত্রণার সঙ্গে। মঙ্গলবার রাতের ভীষণ বৃষ্টিতে দিনভর হাবুডুবু খেলার পরও দিনের শেষ পর্যন্ত শহরবাসীকে ছাড়েনি জল-যন্ত্রণার দুর্ভোগ। তবে এবার আরও বড় শঙ্কা তৈরি হয়েছে পানীয় জলের অভাবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/24/kolkata-drinking-water-2025-09-24-08-32-31.jpg)
কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনা সময়ে বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের একটি ভালভ বিকট শব্দে ফেটে যায়। এই স্টেশন উত্তর কলকাতার ৪টি ওয়ার্ডের পানীয় জলের প্রধান কেন্দ্র। তাই ভালভ ফেটে যাওয়ার কারণে ওই এলাকার পানীয় জলে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। प्रभावित ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে ১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড। অর্থাৎ উল্টোডাঙ্গা, কাঁকুড়গাছি, বাগমারি মতো ঘনবসতিপূর্ণ এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যদি বুধবার সকাল পর্যন্ত জল না আসে, তবে ব্যাপক হাহাকার দেখা দিতে পারে। কলকাতা পুরসভা ইতিমধ্যেই সক্রিয় হয়েছে। জল সরবরাহ বিভাগের ডিজি সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা রাতেই মেরামতির কাজে নামেন। যুদ্ধকালীন পরিশ্রম সত্ত্বেও খবর পাওয়া পর্যন্ত মেরামত পুরোপুরি শেষ হয়নি। তাই বুধবার সকালে মুচিবাজার, কাঁকুড়গাছি, ফুলবাগানসহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us