নালন্দায় রক্তাক্ত খুন! কলকাতায় লুকিয়ে ছিল ৪ জন, সিনেমার মতো অভিযান চালিয়ে গ্রেফতার পুলিশ!

নালন্দায় খুন করে কলকাতায় আত্মগোপন করেছিল, অবশেষে গ্রেফতার চার অভিযুক্ত।

author-image
Tamalika Chakraborty
New Update
Arrest

নিজস্ব সংবাদদাতা: নালন্দায় রক্তাক্ত খুনের ঘটনার পর পশ্চিমবঙ্গে পালিয়ে গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। তবে শেষ রক্ষা হল না। বিহার পুলিশের অনুরোধে পার্ক স্ট্রিট থানার সহযোগিতায় কলকাতা ও শহরতলি জুড়ে চালানো হল একের পর এক তল্লাশি। অবশেষে গ্রেফতার করা হল চার মূল অভিযুক্তকে।

ধৃতদের নাম— মহম্মদ ঔরঙ্গজেব, মহম্মদ দানিশ, মহম্মদ রাজা এবং মহম্মদ ইমরান। পুলিশ সূত্রে জানা গেছে, চারজনই বিহারের নালন্দার বাসিন্দা। নালন্দায় সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল এই চার অভিযুক্ত। অপরাধ সংঘটনের পর পশ্চিমবঙ্গে এসে আত্মগোপন করে তারা।

kolkata police edit .jpg

তবে খুনের মামলায় আগেই তদন্ত শুরু করেছিল বিহার পুলিশ। তাদের কাছ থেকে খবর পাওয়ার পর কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শহর ও আশপাশের এলাকায় হদিস পায় অভিযুক্তদের। এরপর পরিকল্পনা মাফিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ধৃতদের জেরা করে আরও অনেক তথ্য উঠে আসতে পারে বলে আশাবাদী পুলিশ। তদন্তের স্বার্থে তাদের বিহারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।