/anm-bengali/media/media_files/N474d53kPZPUHGikIApI.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৬ বছরের জুনিয়র চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর এক বছর পেরিয়েও শেষ হয়নি শোকার্ত বাবা-মায়ের ন্যায়ের লড়াই। মেয়ের মৃত্যুর রহস্য উদঘাটন আর দোষীদের শাস্তি নিশ্চিত করতে এবার তারা নিজেরাই রাস্তায় নামার ডাক দিয়েছেন।
নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, আগামী ৯ আগস্ট তারা বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন, যার গন্তব্য রাজ্য সচিবালয় নবান্ন। তাঁদের একটাই দাবি—সরকারকে এই মৃত্যুর জন্য জবাবদিহি করতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Mq5GBGiG9iiqqcodZIwQ.jpg)
২০২৪ সালের ৮ আগস্ট নির্যাতিতা শেষবার ফোনে বাড়িতে জানান, তাঁর ডিউটি খুব ব্যস্ত যাচ্ছে। কয়েক ঘণ্টা পরই আসে সেই ভয়াবহ খবর—প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তিনি অসুস্থ, পরে দাবি করা হয় তিনি নাকি আত্মহত্যা করেছেন। কিন্তু অভয়ার পরিবার সেই দাবি মানতে নারাজ।
অভয়ার বাবার ক্ষোভ, “আমার মেয়ে রাজ্যের তত্ত্বাবধানে ছিল। তখন মুখ্যমন্ত্রী নিজে এবং স্বাস্থ্য দফতরের শীর্ষকর্তারা তদন্তের দায়িত্বে ছিলেন। শুরু থেকেই এই মামলাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মৃত্যুর জন্য জবাব দিতে হবে।” চোখের জল মুছে তিনি আরও বলেন, “এক বছর ধরে আমরা লড়ছি, কিন্তু সত্য আজও আড়ালে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us