/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ভোটার লিস্টে চাঞ্চল্যকর কারচুপির অভিযোগে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের দুই ERO এবং দুই AERO–কে সঙ্গে সঙ্গেই সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বারুইপুর পূর্বের ERO দেবত্তম দত্ত চৌধুরী ও AERO তথাগত মণ্ডল, এবং ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। শুধু তাই নয়, ৩ জন WBCS অফিসার-সহ মোট ৪ জনের বিরুদ্ধে FIR দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিবকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে কমিশন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/election-commission-s-2025-08-01-11-18-09.jpg)
দুই পাতার অফিসিয়াল অর্ডারে কমিশন স্পষ্ট জানিয়েছে—ডাটা এন্ট্রির সময় যেভাবে নতুন ভোটারদের বেআইনিভাবে যোগ করা হয়েছিল, তা গুরুতর অপরাধ এবং criminal misconduct এর শামিল। তদন্তে একের পর এক গাফিলতি ধরা পড়ার পরই নেওয়া হয়েছে এই কঠোর ব্যবস্থা। নির্বাচন কমিশনের আশ্বাস, অভিযুক্ত যে-ই হোক, সকলের বিরুদ্ধেই হবে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us