/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতার কাসবা এলাকায় একটি ভয়াবহ ঘটনা সামনে এসেছে। একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রাজডাঙা মেইন রোডের একটি আবাসনে। মৃতরা হলেন, স্যারজিত ভট্টাচার্য (বয়স ৭০), তাঁর স্ত্রী গার্গী ভট্টাচার্য (বয়স আনুমানিক ৬৮), এবং তাঁদের বিশেষভাবে সক্ষম ছেলে, আয়ুষ্মান ভট্টাচার্য (বয়স প্রায় ৩৮)।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে পরিবারের কাউকে দেখা যাচ্ছিল না। আশেপাশের প্রতিবেশীরা বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে সন্দেহে পড়ে যান। এরপর তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে এবং তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us