সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় ইডির হানা! কলকাতাজুড়ে বড় অভিযান

সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় ইডির হানা।

author-image
Tamalika Chakraborty
New Update
sujit basu

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো শেষ হতেই ফের অ্যাকশন মোডে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। শুক্রবার সকাল থেকেই শহর কলকাতা জুড়ে ইডির টানা অভিযান। একাধিক জায়গায় চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

সবচেয়ে আলোচিত জায়গা — সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, যা গোলাঘাটায় অবস্থিত। আজ সকালেই সেখানে হানা দেয় ইডি-র টিম। রেস্তোরাঁটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ইডি আধিকারিকরা রেস্তোরাঁর হিসাবপত্র ও অডিট খতিয়ে দেখছেন, পাশাপাশি কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে।

এছাড়াও দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে আজ সকাল থেকেই শহরের প্রায় ১০টি জায়গায় অভিযান চলছে। নাগেরবাজারের শ্যামনগর রোডের শোভনা অ্যাপার্টমেন্ট, ঠনঠনিয়া, শরৎ বোস রোড, নিউ আলিপুর — সর্বত্র ইডির উপস্থিতি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও হানা দেয় ইডি।

ed raid sd.jpg

শুক্রবার ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান শুরু হয়। নাগেরবাজারের শোভনা অ্যাপার্টমেন্টে ইডি আধিকারিকদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। প্রথমে দরজা না খোলায়, পরে স্থানীয় পুলিশ ও সিআরপিএফের উপস্থিতিতে দরজা খুলে দেওয়া হয় এবং ইডি আধিকারিকরা ভিতরে প্রবেশ করেন।

তল্লাশির তালিকায় রয়েছেন আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপু দে-র বাড়িতেও অভিযান চালায় ইডি। সূত্রের খবর, দীপক দে তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং তাঁর বিপুল সম্পত্তি কীভাবে বেড়েছে, তা নিয়েই ইডির তদন্ত। তিনি শুধু স্কুলই নয়, প্রোমোটিং এবং বিল্ডার্স ব্যবসার সঙ্গেও যুক্ত।

ইডির এক দল পৌঁছে যায় নিউ আলিপুরে আইনজীবী অমিত আগরওয়ালের বাড়িতে, আরেক দল গিয়েছে গিরিশ পার্ক থানা এলাকার সরকার লেনের বিশাল পাতোড়িয়ার বাড়িতে। বিশাল একজন চাটার্ড অ্যাকাউন্টেন্ট ও স্টক ব্রোকার — ব্যাংক প্রতারণা মামলার সূত্রেই তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। শরৎ বোস রোডেও ইডির অভিযান চলছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, এই অভিযান পুরনিয়োগ দুর্নীতি এবং আর্থিক তছরুপ–দুই ক্ষেত্রেই যুক্ত। একাধিক ব্যক্তি ও সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট, অডিট রেকর্ড, এবং সম্পত্তির উৎস খতিয়ে দেখা হচ্ছে।

এদিনের অভিযান সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, “পুজোর আগে যেমন মহালয়া, ভোটের আগে তেমনই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখা যায়। এর আগেও ওরা এসেছিল, আবার এসেছে। আমি কেমন, সেটা এখানকার মানুষ ভালো জানেন।”

২০২৪ সালের লোকসভা ভোটের আগে গত ১২ জানুয়ারিতেও সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি, সেসময় তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এবার সরাসরি তাঁর অফিস ও পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান।