আরও বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক! রেশন দুর্নীতে চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

রেশন দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে উঠে এসেছে। যার জেরে আরও বিপাকে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনেক ডিস্টিবিউটার বেনামে রেশন দোকানের মালিক বলে ইডি সূত্রের খবর।

New Update
JYOTI2m

নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতিতে এবার চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে এসেছে। জানা গিয়েছে, ডিস্ট্রিবিউটারদের অনেকেই বেনামে রেশন দোকানের মালিক। ইডি সূত্রের খবর, সেই কারণে রেশন দুর্নীতি হলেও তা ওপর মহলকে জানানো হতো না। এই ডিস্টিবিউটারদের তালিকা তৈরি করছে ইডি। তারপরেই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর। নদিয়ায় এরকম এক ডিস্টিবিউটারের খবর পাওয়া গিয়েছে। ইডি সূত্রের অনুমান, জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেঅ এই ষড়যন্ত্রের জাল পাতা হয়েছিল।