৪ দিনেই বড় কেলেঙ্কারি ফাঁস! ২,২০৮ থেকে নেমে মাত্র ৭—মৃত্যুহীন বুথের বিস্ময়কর পতন

মৃত্যুহীন বুথ নিয়ে বড়সড় বদল। ২২০৮ থেকে নামল মাত্র ৭-এ। কমিশনের রিপোর্ট চাওয়াতেই পরিসংখ্যানের নাটকীয় পরিবর্তন। প্রশ্ন চারদিকে।

author-image
Tamalika Chakraborty
New Update
SIR


নিজস্ব সংবাদদাতা:   ভোটার তালিকায় মৃত্যুহীন বুথের সংখ্যা নিয়ে চাঞ্চল্য বাড়ছিলই। প্রথমে ২,২০৮টি বুথে নাকি কোনও ভোটারের মৃত্যু হয়নি—এমন তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠেছিল চারদিকে। নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইতেই শুরু হয় সংখ্যার বড়সড় পতন। মাত্র চার দিনের মধ্যেই ২,২০৮–এর তালিকা নেমে আসে ৪৮০-তে। পরের দিন তা কমে দাঁড়ায় ২৯। আর সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃত্যুহীন বুথের সংখ্যা এসে ঠেকেছে মাত্র ৭-এ।

sir aaa

পরিসংখ্যানের এই নাটকীয় পরিবর্তন নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। সত্যিই কি এত বছর ধরে ওই বুথগুলিতে কোনও মৃত্যুই হয়নি, নাকি আগের হিসেবেই বড় গলদ ছিল—এই নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। কমিশনের কড়া নজরদারি ও সংশোধনের নির্দেশ পাওয়ার পরই যে এত বড় পরিবর্তন হল, তা বিশেষভাবে চোখে পড়ছে।