সন্তোষ মিত্র থেকে ত্রিধারা—নোটিস সত্ত্বেও প্যান্ডেলে দর্শনার্থীদের সুনামি

অষ্টমীর সন্ধ্যায় কলকাতা থেকে জেলার মণ্ডপগুলোতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।

author-image
Tamalika Chakraborty
New Update
durgapuja astami

নিজস্ব সংবাদদাতা: মহাষ্টমীতে মাতোয়ারা গোটা বাংলা। বনেদি বাড়ির পুজো থেকে বারোয়ারি—সবখানেই জমজমাট আয়োজন। আট থেকে আশি, সকলে নেমে পড়েছেন প্যান্ডেল হপিংয়ে। অষ্টমীর দুপুরে খানিকটা বৃষ্টি উপসর্গ হয়ে দাঁড়ালেও, সেই ঝিরিঝিরে ফোঁটা উপেক্ষা করেই দর্শনার্থীরা ভিড় জমালেন কলকাতা থেকে শুরু করে জেলার নানা মণ্ডপে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীর ভিড়কে ছাপিয়ে যে অষ্টমীর ভিড় রেকর্ড গড়বে, তার প্রমাণ মিলেছে সন্ধ্যা নামতেই।

সকাল থেকেই অনেকেই অষ্টমীর অঞ্জলি সেরে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। কলকাতার নানা পুজো এ বছর ভিড় টানছে বিশেষভাবে। সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের থিম ‘অপারেশন সিঁদুর’ ইতিমধ্যেই আলোচনায়। উত্তর কলকাতায় জনপ্রিয় হয়েছে টালা প্রত্যয়ের ‘বীজঅঙ্গন।’ তার সঙ্গে তালিকায় আছে শ্রীভূমি, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী ও ত্রিধারার পুজো।

astami

যদিও কিছু বিতর্কও পিছু ছাড়ছে না। সন্তোষ মিত্র স্কোয়ারে আগেই নোটিস পাঠানো হলেও সেখানে দর্শনার্থীর ভিড় কমেনি, বরং আরও বেড়েছে। মহাষ্টমীর সন্ধ্যা গড়াতেই ত্রিধারার পুজোতেও নোটিস গেছে। অভিযোগ, অঘোরিদের লাইভ পারফরম্যান্সে নিরাপত্তার সমস্যা হচ্ছে। তবুও দর্শনার্থীদের ঢল থামছে না।

শুধু কলকাতাই নয়, জেলার নানা থিম পুজোও পাল্লা দিচ্ছে মহানগরকে। মণ্ডপসজ্জা থেকে প্রতিমার মুখ—সবেতেই জেলার পুজোগুলি কাঁপাচ্ছে দর্শনার্থীদের মন। বেলুড় মঠ থেকে শুরু করে ম্যাডক্স স্কোয়ার—যেখানেই চোখ রাখা যায়, কেবল ভিড় আর ভিড়।

নবমীর আগে অষ্টমীতেই যতটা সম্ভব ঠাকুর দেখে নেওয়ার পরিকল্পনা করেছেন সকলে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার উত্তর থেকে দক্ষিণ—প্যান্ডেলে প্যান্ডেলে যেন মানুষের ঢল উপচে পড়ছে।