New Update
/anm-bengali/media/media_files/CszNToPiscxrpd10fsL5.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের বকেয়া বিতর্কের জট ক্রমেই বাড়ছে। তাই নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি। ধর্মতলায় অমিত শাহের বৈঠকের দুদিন আগেই 'বঞ্চিতদের' অর্থ সাহায্য তৃণমূলের। দিল্লিতে ধর্না দেওয়া 'বঞ্চিতদের' পাশে থাকার বার্তা দিয়ে চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তীব্র মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'তৃণমূলে আর কেউ আসতে চাইছেন না। ঘুষ দিয়ে তাঁদের আনতে হচ্ছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us