১২ বছরের শাসনে তৃণমূলের ১২টি অবদান! কোন অবদানের কথা বললেন দিলীপ ঘোষ

টুইটারে দিলীপ ঘোষ তীব্র ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করেন। তিনি ১২ বছরের শাসনে তৃণমূলের ১২টি অবদান শিরোনামের একটি পোস্ট করেন। সেখানে তৃণমূলের ১২টি দুর্নীতির কথা তুলে ধরেন।

author-image
Tamalika Chakraborty
New Update
dilip edit.jpg

নিজস্ব সংবাদদাতা: অমিত শাহের সভার ঠিক আগের দিন তীব্র ভাষায় মমতা সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। টুইটারে ১২ বছরের শাসনে তৃণমূলের ১২টি অবদান নামের শিরোনামে একটি পোস্ট করেন দিলীপ ঘোষ। সেখানে তিনি তৃণমূলের ১২টি দুর্নীতির  প্রসঙ্গত তুলে আনেন। দিলীপ ঘোষের সেই তালিকায় রয়েছে সারদার টাকা চুরি, ত্রিফলা আলো কেলেঙ্কারি, আমফানের টাকা চুরি, কোভিডের টিকা চুরি, শিক্ষা, রেশন, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, মিড ডে মিল, ১০০ দিনের কাজ, ভুয়ো জব কার্ড। বুধবার ২৯ নভেম্বর বিজেপির মেগা সভা রয়েছে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। তার আগে বিজেপি নেতারা তীব্র ভাষায় তৃণমূলের নেতাদের আক্রমণ করছেন।