"কলকাতা এখন সাইবার প্রতারণার হাব!" ইডি-র অভিযানে সামনে এল ১৮০০ কোটির কেলেঙ্কারি

ইডির অভিযানে ডিজিট্যাল অ্যারেস্ট থেকে ১৮০০ কোটি টাকার প্রতারণার তথ্য সামনে এসেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
ed raid sd.jpg


নিজস্ব সংবাদদাতা: কলকাতায় বসে এক ক্লিকে উধাও ১৮০০ কোটি টাকা! সিম কার্ডে আন্তর্জাতিক রোমিং চালু করে তা পাঠানো হত দুবাইয়ে, আর সেখান থেকেই চলত ভয়ঙ্কর ডিজিটাল প্রতারণা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জানিয়েছে, এই আন্তর্জাতিক সাইবার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বহু সংস্থা ও ব্যক্তিগতভাবেও বেশ কয়েকজন যুক্ত রয়েছেন।।

digital arrest

বুধবার কলকাতা ও দিল্লিতে একসঙ্গে ১০টি জায়গায় হানা দেয় ইডি। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, দেশি সিম কার্ড, বিদেশি অপারেশন, আর কোটি কোটি টাকার লেনদেন!

সূত্রের দাবি, সিম কার্ড থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেস, OTP বাইলাইনিং, এবং প্রতারণার টার্গেট বেছে নেওয়া সবকিছুই হচ্ছিল সুপরিকল্পিতভাবে। তদন্তকারীদের অনুমান, এই চক্রের সঙ্গে বিদেশে থাকা বড় সিন্ডিকেট যুক্ত রয়েছে এবং রাজনৈতিক আশ্রয়ও থাকলে অবাক হওয়ার কিছু নেই।