আপনার জন্মের ঠিক নেই! কাকে বললেন দেবাংশু ভট্টাচার্য

দেবাংশু ভট্টাচার্য তীব্র ভাষায় বিজেপিকে বিদ্ধ করেন। তিনি বলেন, ''কিছু মনে করবেন না, কিন্তু আপনার জন্মের ঠিক নেই।আপনার মত বরাহনন্দনেরা আজও ব্রিটিশের বাথরুম চেটে চেটে সাফা করে বেড়াতেন। '

author-image
Tamalika Chakraborty
New Update
aaaaaaaaaa

নিজস্ব সংবাদদাতা: নাম না করে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, 'কিছু মনে করবেন না, কিন্তু আপনার জন্মের ঠিক নেই। এই বাঙালি যদি দেশের স্বাধীনতায় রক্ত না দিত, প্রাণ না খোয়াত, আপনার মত বরাহনন্দনেরা আজও ব্রিটিশের বাথরুম চেটে চেটে সাফা করে বেড়াতেন।  আপনার দলের চিন্তাভাবনা আরও একবার প্রকাশ করার জন্য ধন্যবাদ।'