New Update
/anm-bengali/media/media_files/uMo95JsW4Yz2DWA6IcLG.jpg)
নিজস্ব সংবাদদাতা: নাম না করে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, 'কিছু মনে করবেন না, কিন্তু আপনার জন্মের ঠিক নেই। এই বাঙালি যদি দেশের স্বাধীনতায় রক্ত না দিত, প্রাণ না খোয়াত, আপনার মত বরাহনন্দনেরা আজও ব্রিটিশের বাথরুম চেটে চেটে সাফা করে বেড়াতেন। আপনার দলের চিন্তাভাবনা আরও একবার প্রকাশ করার জন্য ধন্যবাদ।'
কিছু মনে করবেন না, কিন্তু আপনার জন্মের ঠিক নেই। এই বাঙালি যদি দেশের স্বাধীনতায় রক্ত না দিত, প্রাণ না খোয়াত, আপনার মত বরাহনন্দনেরা আজও ব্রিটিশের বাথরুম চেটে চেটে সাফা করে বেড়াতেন।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) December 27, 2023
আপনার দলের চিন্তাভাবনা আরও একবার প্রকাশ করার জন্য ধন্যবাদ। https://t.co/IlBMmo6RpK
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us