ডিএ নিয়ে বড়সড় ঘোষণা আসছে? ২৬ বা ২৭ জুনেই জারি হতে পারে বিজ্ঞপ্তি, শেষ মুহূর্তে চাপে নবান্ন!

বকেয়া ডিএ নিয়ে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে?

author-image
Tamalika Chakraborty
New Update
da case

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২৭ জুন। সেই প্রেক্ষিতে রাজ্য সরকার কবে ডিএ মেটানোর বিজ্ঞপ্তি জারি করতে চলেছে, তা নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এই আবহে বর্তমান পত্রিকার একটি প্রতিবেদন জানাচ্ছে, ২৬ বা ২৭ জুনের মধ্যেই ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার।

উল্লেখযোগ্যভাবে, ২৭ জুন রথযাত্রার জন্য সরকারি ছুটি থাকলেও, সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করতে হলে সেই ছুটির দিনেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। সূত্রের খবর, এই সংক্রান্ত আইনি জটিলতা এড়াতে ইতিমধ্যেই আইনি পরামর্শ নিচ্ছে নবান্ন।

Supreme court
ফাইল চিত্র

তবে প্রশ্ন উঠছে—বিজ্ঞপ্তি জারি হলেও সেদিনই কি ২৫ শতাংশ বকেয়া ডিএ কর্মীদের হাতে তুলে দেওয়া হবে? এবিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্ট ঘোষণা না আসায় সরকারি কর্মীদের মধ্যে দানা বাঁধছে ক্ষোভ ও উদ্বেগ।

শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে যদি ২৭ জুনের মধ্যে ডিএ না মেটানো হয়, তবে অবমাননার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। কর্মচারীদের তরফে মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই মুখ্যসচিব ও অর্থসচিবকে ই-মেল করে নোটিস পাঠানোর জন্য খসড়া তৈরি হচ্ছে এবং প্রয়োজন হলে এক সপ্তাহ পর সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করা হবে।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে শুরু হওয়া পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত এই মামলা রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্যাট), কলকাতা হাইকোর্ট হয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাজ্য সরকার প্রথমে স্যাটে জয় পেলেও পরবর্তীতে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে পরপর হারতে হয়েছে। অবশেষে সর্বোচ্চ আদালতের নির্দেশে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর সময়সীমা দেওয়া হয় ২৭ জুন পর্যন্ত।

এখন দেখার, চূড়ান্ত সময়সীমার একেবারে প্রান্তে দাঁড়িয়ে কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার।