New Update
/anm-bengali/media/media_files/dICXlUOfilQLiitBDvfa.jpg)
নিজস্ব সংবাদদাতা: সূর্যকান্ত মিশ্র টুইটারে একটি ভিডিওয়ের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন। সিপিএম নেতা বলেন, ‘লোকসভা নির্বাচনের পর্দা উঠতেই সিএএ, এনআরসি নিয়ে মাঠে বিজেপি। এদিকে দেশের জনগণনা হয়নি ১২ বছর। প্রতি ১০ বছর অন্তর দেশের জনগণনা হওয়ার কথা। হিসেবমতো ২০২১ সালে জনগণনা বাতিল করেছে বিজেপি সরকার। জনগণনা বাতিলের কারণ কী? জনগণনা সামনে এলে প্রকাশ্যে আসবে দেশের বেহাল আর্থ-সামাজিক অবস্থা। বাংলা, অসমের মতো সীমান্তবর্তী রাজ্যে টিকবে না অনুপ্রবেশের তত্ত্ব। রেশন কার্ড, জব কার্ডের বিশাল কারচুপি ধরা পড়বে হাতেনাতে। লিঙ্গসাম্য কিংবা শিক্ষার নিরিখে রাজ্যগুলোর বৈষম্য প্রকাশ্যে আসবে। আমাদের দাবি সারাদেশে অবিলম্বে জনগণনা হোক। হোক জাতিভিত্তিক জনগণনা ও আর্থ সামাজিক সমীক্ষা।’
জনগণনায় ভয় কেন বিজেপির? pic.twitter.com/pwft0svG4m
— Surjya Kanta Mishra (@mishra_surjya) December 2, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us