ধোপে টিকল না পুলিশের বাধা! সিপিএম নেতাকে দলুয়াখাকি যাওয়ার অনুমতি আদালতের

জয়নগরের দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি পেলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, মোট পাঁচজনের একটি দলকে নিয়ে তিনি দলুয়াখাকি গ্রামে যাবেন।

author-image
Tamalika Chakraborty
20 Nov 2023 আপডেট করা হয়েছে 21 Nov 2023
New Update
kolkata high court

নিজস্ব সংবাদদাতা: জয়নগরের দলুয়াখাকি গ্রামে যেতে পারবেন সিপিএম বিধায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়। সোমবার জানিয়ে দিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়, সুমন বন্দ্যোপাধ্যায় পাঁচ জনের একটি দলের সঙ্গে দলুয়াখাকিতে ত্রাণ নিয়ে যেতে পারবেন। তবে সেখানে কোনও সভা করা যাবে না। নির্দেশ আদালতের। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, যাওয়ার আগে জয়নগর থানার পুলিশকে জানাতে হবে। যখন দলুয়াখাকি গ্রামে ত্রাণ দিতে যাবেন সায়ন বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল, তাঁদের সঙ্গে পুলিশ থাকবে। এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দলুয়াখাকি গ্রামে প্রবেশের ক্ষেত্রে সাময়িক বিধি নিষেধ জারি করা হয়েছে।