করোনা কি আবার ছড়াচ্ছে? হাসপাতালে ভর্তি বৃদ্ধের মৃত্যুর পর নতুন উদ্বেগ স্বাস্থ্য মহলে!

করোনায় বেলেঘাটায় ক্যান্সার আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
corona new varient.jpg

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফের করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যা এই মহামারির চতুর্থ বলি। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উত্তর ২৪ পরগনার এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধ। তাঁর শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল এবং তাঁকে হাসপাতালে সিসিইউ-তে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে তিনি প্রাণ হারান।

Coronavirus-Shutterstock-CMS

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃদ্ধের আগে থেকেই ক্যানসার ছিল। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছিল, তার মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই মৃত্যু রাজ্যে করোনা সংক্রমণের পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।