"আমি সারারাত ঘুমাতে পারিনি!" আরজি কর নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে যা ইচ্ছা বলুন, দয়া করে বাংলা মাকে অপমান করবেন না। "

author-image
Tamalika Chakraborty
New Update
mamata nabannas.jpg

নিজস্ব সংবাদদাতা: বুধবার বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাকে যা ইচ্ছা বলুন, দয়া করে বাংলা মাকে অপমান করবেন না। " পাশাপাশি তিনি বলেন, "যখন ঘটনাটি ঘটে আমি ঝাড়গ্রামে ছিলাম। সারারাত আমি ঘুমাতে পারিনি। রাত দুটো পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলি। প্রমাণ ছাড়া কাউকে কীভাবে গ্রেফতার করব? হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু অভিযুক্তকে আমাদের পুলিশ ধরেছে।"

Mamata Banerjee Claver Smile.jpg

rg kar

 tamacha4.jpeg