/anm-bengali/media/media_files/1000069635.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রতিবছর মতো এ বছরও মহালয়ার পর থেকে পুজো উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মহালয়ার আগেই কয়েকটি প্যান্ডেল উদ্বোধনও করেছেন তিনি। মহালয়া কাটতেই কর্মসূচি ছিল শহর ও জেলায় একের পর এক উদ্বোধনী অনুষ্ঠান। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু মঙ্গলবার সকাল থেকে হঠাৎ শুরু হওয়া প্রবল বর্ষণে গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়ে।
এই নজিরবিহীন বিপর্যয়কর পরিস্থিতির জেরে বিকেলে নির্ধারিত সব পুজো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতায় অন্তত ১৩টি পুজোর উদ্বোধন করার কথা ছিল তাঁর। পাশাপাশি, জেলাতেও একাধিক পুজো উদ্বোধনের পরিকল্পনা ছিল। তবে বন্যাসদৃশ পরিস্থিতির কারণে শহরের অনুষ্ঠানগুলো স্থগিত রাখা হলেও, জেলাগুলোর উদ্বোধন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/gwdPeAx22XQe5vGaOB63.jpg)
শুধু উদ্বোধন নয়, শহরের ভয়াবহ জলমগ্ন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই তিনি স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছেন এবং বেসরকারি সংস্থাগুলিকে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম চালুর পরামর্শ দিয়েছেন। এদিকে, শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তার জন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসি-কে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “অনেকবার সতর্ক করা সত্ত্বেও খোলা তার মেরামত করা হয়নি।” নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
এদিকে, প্রশ্ন উঠছে—বৃষ্টি থেমেও কেন নামছে না জল? কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ব্যাখ্যা, শহরের সমস্ত জল খাল হয়ে নদীতে যায়, তারপর সাগরে। কিন্তু প্রবল বৃষ্টির জেরে খাল ও নদীগুলি ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। ফলে পাম্পিং করে জল নামানো হলেও, তা আবার ফিরে এসে জমে যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us