/anm-bengali/media/media_files/i6mr4T6rh81t4ghal7eb.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ করেন, "বিজেপি ধর্মীয় কার্ড খেলছে, অথচ মানবিকতাই সবচেয়ে বড় ধর্ম। ধর্মের নামে জালিয়াতি করবেন না। আমি একজন হিন্দু, এর জন্য আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে?"
বিজেপির বিরুদ্ধে রাজ্যের বিভাজনের চেষ্টা করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বাংলাকে অবমাননা করবেন না, ভাগ করার চেষ্টাও করবেন না।" বিজেপির সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, "আপনারা কেন মুসলিম প্রার্থীদের টিকিট দেন না? আমি তো ৭৯% হিন্দুদের টিকিট দিই, পাশাপাশি মহিলাদেরও সুযোগ দিই।"
/anm-bengali/media/media_files/J9ndT7QdQb8nguMcez2d.jpg)
রোজার সময় মুসলিমদের আঘাত করার চেষ্টার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, "কাক এখন ময়ূর হওয়ার চেষ্টা করছে। রোজার মাসকে বেছে নিয়ে সংখ্যালঘুদের আঘাত করা হচ্ছে। তবে সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুন, সর্ব ধর্ম সমন্বয় জিন্দাবাদ।" মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির তরফে পাল্টা প্রতিক্রিয়া কী আসে, তা এখন দেখার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us