দাহ্য পদার্থ মজুত রাখার জন্যই অগ্নিকাণ্ড এত ভয়াবহ! শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
mamata banerjee


নিজস্ব সংবাদদাতা: বড়বাজারের মেছুয়াবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে দিঘা থেকে গোটা পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে শোকবার্তা দিয়ে জানান, “আমি গোটা রাত উদ্ধারকাজ মনিটর করেছি। হোটেলে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

Mamata

মঙ্গলবার সন্ধ্যায় মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। হোটেলটিতে ছিল প্রায় ৪২টি ঘর, যার অধিকাংশেই জানলা না থাকায় ভিতরে আটকে পড়েন আবাসিকরা। ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারান ১৩ জন, একজন আতঙ্কে ঝাঁপ দিয়ে মারা যান। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় আট ঘণ্টা ধরে আগুন নেভাতে কাজ করে। হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে উদ্ধার করা হয় ২৫ জনকে। আহত হয়েছেন আরও ১২ জন।