/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে প্রায় দুই ঘণ্টা থাকেন সিবিআই-এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ আরজি কর মামলার তদন্তে নতুন মোড় আনতে আরজি করে সীমা আহুজা সহ সিবিআই-এর তিন সদস্যের প্রতিনিধি দল পৌঁছায় চিকিৎসকের বাড়িতে। তারা ৬টা ৩৫ নাগাদ বাড়ি ছেড়ে বেরিয়ে যায়।
ঘটনার পরেই মৃত চিকিৎসকের বাবা-মা সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁদের দাবি, সিবিআই প্রতিনিধি দল তাঁদের প্রায় দুই ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা করেন যে, এই মৃত্যুর পিছনে একমাত্র দায়ী সঞ্জয় রায়। প্রসঙ্গত, আরজি করের ঘঠনার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে এবং শিয়ালদহ আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/EE7V2JtuOvtMngq3miGj.jpg)
তবে চিকিৎসকের পরিবার এই ব্যাখ্যা মানতে নারাজ। বরং তাঁরা মনে করছেন, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টাই করা হচ্ছে। এর আগেও একাধিকবার সিবিআই-এর তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা এবং আদালতেও সে অভিযোগ জানিয়েছেন। পরিবারের দাবি, যেভাবে তদন্ত এগিয়েছে তাতে বহু প্রশ্নের উত্তর এখনও অজানা রয়ে গেছে। তাঁদের স্পষ্ট অভিযোগ, তদন্তের গতি ও দিক নিয়ে তাঁদের মনে সন্দেহ থেকেই যাচ্ছে।
এই ঘটনায় ফের শোরগোল পড়েছে তদন্তের নিরপেক্ষতা নিয়ে। মামলার ভবিষ্যত কী দাঁড়ায়, সেদিকে এখন নজর রাজ্যের মানুষ ও চিকিৎসক মহলের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us