আর জি কর কেলেঙ্কারি! সিঁথির বাড়িতে হানা সিবিআই, বিধায়ক সুদীপ্ত রায় বিপাকে

আরজি কর কাণ্ডে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা।

author-image
Tamalika Chakraborty
New Update
sudipta roy

নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলায় ফের নতুন পদক্ষেপ নিল সিবিআই। রবিবার সকালে সিঁথির বাড়িতে পৌঁছলেন সিবিআইয়ের দুই আধিকারিক। এই বাড়িই শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের ঠিকানা। তদন্তকারীদের মধ্যে ছিলেন মামলার প্রধান অফিসার মণীশ উপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন আরেকজন আধিকারিক।

এই বাড়িতে এর আগেও একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই এবং ইডি। এমনকি সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তদন্তে তাঁর নাম উঠে আসার পর থেকেই তিনি নজরে রয়েছেন। ইতিমধ্যেই মামলায় চার্জশিট জমা পড়েছে। সিবিআই সূত্রে খবর, তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে। যদিও সিবিআই পৌঁছনোর সময় সুদীপ্ত রায় বাড়িতে ছিলেন না। তিনি ফিরলেই জেরা শুরু হবে বলে জানা গিয়েছে।

আর জি কর দুর্নীতির অভিযোগ ওঠার পর গত বছর কলকাতা মেডিক্যাল কলেজের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলে ছাত্র সংগঠন। অভিযোগ ছিল, হাসপাতালের CCU ও জেনারেল বেড টাকার বিনিময়ে বেচা হচ্ছিল, সেন্ট্রাল ল্যাবে দুর্নীতি চলছিল এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য বাড়ছিল। এই অভিযোগে কাঠগড়ায় ওঠেন বিধায়ক সুদীপ্ত রায় ও ল্যাবের কর্মী জয়ন্ত ঘোষ। ছাত্র সংগঠন লিখিত অভিযোগও জমা দেয় অধ্যক্ষের কাছে। তাদের দাবি ছিল, পরীক্ষার কিট ও রিএজেন্ট বাইরে পাচার হচ্ছিল এবং বেড বিক্রির মতো দুর্নীতি চলছিল।

Rg kar

এই অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। যদিও এ বিষয়ে সুদীপ্ত রায় দাবি করেছেন, তিনি দুর্নীতি ও দালাল চক্রের বিরোধী এবং ক্ষমতা পাওয়ার পরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে জয়ন্ত ঘোষ বলেছিলেন, অধ্যক্ষ যা সিদ্ধান্ত নেবেন, সেটিই তিনি মেনে নেবেন।

সব মিলিয়ে আর জি কর দুর্নীতির মামলায় ফের একবার সরগরম রাজনীতি, আর সেই তদন্তেই সক্রিয় ভূমিকা নিচ্ছে সিবিআই।