ফের টাকার পাহাড়! তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, উদ্ধার ১.২০ কোটি টাকা নগদ

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্য! কলকাতার তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, উদ্ধার প্রায় ১.২০ কোটি টাকা নগদ। টাকার পরিমাণ আরও বাড়তে পারে, এখনও চলছে গণনা। ইডির হাতে মিলেছে নথি, মোবাইল ও পেন ড্রাইভও।

author-image
Tamalika Chakraborty
New Update
ed raid sd.jpg

নিজস্ব সংবাদদাতা: ফের চাঞ্চল্য টাকার পাহাড়ে! পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতায় বড়সড় নগদ উদ্ধার করল ইডি। ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার বেশি নগদ অর্থ।

সূত্রের দাবি, টাকার পরিমাণ আরও বাড়তে পারে, কারণ গণনার কাজ এখনও চলছে। একাধিক গোপন আলমারি ও লকার খুলে নগদ টাকার বান্ডিল বের হচ্ছে বলেও জানা গেছে। এই বিপুল অঙ্কের টাকার উৎস নিয়েও চলছে তদন্ত।

ইডির প্রাথমিক অনুমান, এই টাকা পুর নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গেই যুক্ত। ইতিমধ্যেই ব্যবসায়ীর আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে পাওয়া গেছে কয়েকটি মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডেটা সংরক্ষিত পেন ড্রাইভও।

ed raids.jpg

ইডি আধিকারিকদের একাংশ জানিয়েছেন, এই ব্যবসায়ী একাধিক সন্দেহভাজন রাজনীতিক ও প্রভাবশালীর সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্র ধরেই তারাতলার এই বাড়িতে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়।

ইতিমধ্যেই বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ বলেছেন, “সিনেমার মতো লাগছে! টাকার ব্যাগ বেরোচ্ছে একের পর এক।”

প্রসঙ্গত, এর আগে কলকাতার বিভিন্ন জায়গায়, বিশেষত বেলঘরিয়া ও টালিগঞ্জে ইডির অভিযানে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। আবারও সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল শহরে।

ইডি জানিয়েছে, এই অভিযানের সঙ্গে পুর নিয়োগ দুর্নীতি মামলার আর্থিক লেনদেন ও মানি ট্রেল খোঁজাই মূল লক্ষ্য। গণনা শেষ হলে টাকার সঠিক পরিমাণ জানানো হবে।