এফআইআরে থাকা কোনও শিক্ষক-শিক্ষাকর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না! পুলিশকে নির্দেশ হাইকোর্টের

হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এফআইআরে থাকা কোনও শিক্ষক-শিক্ষাকর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kolkata high court


নিজস্ব সংবাদদাতা: শিক্ষক আন্দোলন নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, যে সব আন্দোলনকারী শিক্ষক বা শিক্ষাকর্মীর নাম এফআইআরে রয়েছে, তাঁদের বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না। তবে পুলিশ তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারে। পাশাপাশি হাইকোর্টের তরফে জানানো হয়েছে, বিকাশ ভবনের সামনে আর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন করতে পারবেন না। তার বদলে বিকাশ ভবনের উল্টোদিকের সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে বিক্ষোভ চালাতে পারেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা সেখানে তাঁবু খাটাতে পারেন, বায়োটয়লেট বসাতে পারেন। তবে এই আন্দোলন পর্যায়ক্রমে করতে হবে। একসঙ্গে ২০০ জনের বেশি শিক্ষক-শিক্ষিকারা আন্দোলনে থাকতে পারবেন না বলে  জানানো হয়েছে। পাশাপাশি সেখানে পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে বলে  প্রশাসনকে জানানো হয়েছে হাইকোর্টের তরফে।  

teachers protest