“পরীক্ষার ভবিষ্যৎ কেউ জানে না!”—হাইকোর্টে আইনজীবীকে ভর্ৎসনা বিচারপতি অমৃতা সিন্হার

SSC সংক্রান্ত মামলার শুনানি ঘিরে হাইকোর্টে তীব্র প্রতিক্রিয়া। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর বিচারপতি অমৃতা সিন্হার কড়া মন্তব্যে নতুন করে চাঞ্চল্য।

author-image
Tamalika Chakraborty
New Update
calcutta high court


নিজস্ব সংবাদদাতা: “পরীক্ষার ভবিষ্যৎ কী হবে, কেউ জানে না… আর আপনি নথি যাচাই নিয়ে এত ব্যস্ত?”—আদালত কক্ষে এই মন্তব্য ঘিরেই নতুন করে চাঞ্চল্য। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের ঠিক পরের দিনই এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে গিয়ে একজন আইনজীবী যখন SSC সংক্রান্ত একটি মামলার কথা বিচারপতির নজরে আনেন এবং বলেন, আগামীকালই সেই মামলার শুনানি নির্ধারিত, তখনই এই তীব্র মন্তব্য শোনা যায় বিচারপতির গলায়।

এই একটি বাক্যেই যেন ধরা পড়ে গেল হাজার হাজার পরীক্ষার্থীর দীর্ঘ অনিশ্চয়তা, ভেঙে পড়া স্বপ্ন আর রাজ্যের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতের গভীর উদ্বেগ। বিচারপতির বক্তব্যে স্পষ্ট, কেবল নথি যাচাই বা আইনি কৌশলের মধ্যে আটকে থাকলে চলবে না, বরং পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ কী হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

calcutta highcourty1.jpg

এই মন্তব্যের পেছনে রয়েছে গতকালের সুপ্রিম কোর্ট-এর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। পুরনিয়োগ দুর্নীতি ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে শীর্ষ আদালতের কড়া অবস্থানের পরেই আজ হাইকোর্টে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। SSC সংক্রান্ত একের পর এক মামলা, বাতিল হওয়া পরীক্ষা, ঝুলে থাকা নিয়োগ—সব মিলিয়ে রাজ্যের শিক্ষা ও চাকরির ক্ষেত্র যেন গভীর অনিশ্চয়তার গর্তে আটকে।

আদালত সূত্রে জানা গিয়েছে, আইনজীবী যখন SSC মামলার প্রসঙ্গ তুলে দ্রুত শুনানির আর্জি জানান, তখন বিচারপতি অমৃতা সিন্হা কার্যত ক্ষোভ উগরে দেন। তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, কাগজপত্রের যাচাইয়ের বাইরেও রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ যে আজ প্রশ্নের মুখে, তা আদালতের চোখ এড়াচ্ছে না।

এই মন্তব্যের পর থেকেই আদালত চত্বরে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এই একটিমাত্র বাক্যেই ধরা পড়ে গিয়েছে আদালতের উদ্বেগ, প্রশাসনের উপর চাপ এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ সমস্যার ভয়াবহ চিত্র।