/anm-bengali/media/media_files/2025/12/06/aaaa-2025-12-06-16-21-22.png)
নিজস্ব সংবাদদাতা: আগামী রবিবার ব্রিগেড ময়দানে হতে চলেছে এক অনন্য আয়োজন। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ৫ লক্ষ মানুষ একসঙ্গে গীতাপাঠ করবেন। বিশাল প্রস্তুতি চলছে ময়দানে। তৈরি হয়েছে তিনটি মঞ্চ, যেখানে বসবেন প্রায় দেড়শো সাধুসন্ত। অনুষ্ঠানস্থলে ঢোকা-বেরোনোর জন্য তৈরি করা হয়েছে ১৮টি গেট।
২০২৪ সালের লোকসভা ভোটের আগেও গীতাপাঠের বড় আয়োজন হয়েছিল। এবার ২০২৬-এর বিধানসভা ভোটের আবহে আবার সেই দৃশ্য দেখা যাবে ব্রিগেডে। উদ্যোক্তাদের দাবি, রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে গীতাপাঠ। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জ্ঞানানন্দ মহারাজ। সঙ্গে থাকতে পারেন ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরা এবং যোগগুরু রামদেব।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/06/gita-path-2025-12-06-16-22-45.png)
কয়েক দিন আগেই এখানে ভূমিপুজো সম্পন্ন হয়েছে। তার পর থেকেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। শুক্রবার পর্যন্ত প্রায় ৬০ শতাংশ কাজ শেষ বলে জানা গেছে। সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ জানিয়েছেন, এই অনুষ্ঠানের সঙ্গে ভোট রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, তিথি অনুযায়ীই এই আয়োজন হচ্ছে। রাজ্য সরকার না সাহায্য করেছে, না বাধা দিয়েছে—তাঁর কথায়, এটাকে তিনি ‘ভাল লক্ষণ’ বলেই মনে করছেন।
সংসদের সম্পাদক নিরগুনানন্দ মহারাজ জানান, সাধুসন্তদের আগমনের জন্য তিন মাস ধরে পরিকল্পনা করা হয়েছে। কার্ড দিয়ে নির্দিষ্ট করে জানানো হয়েছে কে কোন মঞ্চে বসবেন। গীতাপাঠ শেষে বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখবেন। তাঁর কথায়, ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ সত্যিই ঐতিহাসিক হয়ে উঠবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us