দুর্গাপিতুরি লেনের ভূত কি ফিরে এল? বউবাজারে হঠাৎ বাড়ির ছাদ ভেঙে গুরুতর আহত বাসিন্দা

বউবাজারের মদন দত্ত লেনে সিলিং ভেঙে আহত বাসিন্দা, মেট্রোর কম্পন নিয়ে ফের আতঙ্ক। দুর্গাপিতুরি লেনের ঘটনার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে নতুন বিপদ।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2


নিজস্ব সংবাদদাতা:  বউবাজারের মদন দত্ত লেনে আবার ফিরে এল ছয় বছর আগের দুর্গাপিতুরি লেনের সেই আতঙ্ক। রবিবার দুপুরে হঠাৎ করে একটি পুরোনো বাড়ির সিলিং ভেঙে পড়ে গুরুতর আহত হন বাসিন্দা পাপ্পু সিং। তাঁর পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, মাটির নীচ দিয়ে মেট্রো চলার কম্পনই এই দুর্ঘটনার কারণ।

এই বাড়িটিও বহু বছরের পুরোনো, প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এলাকায়। এদিন দুপুরে বাড়ির ভিতর বাথরুমের দিকে যাচ্ছিলেন পাপ্পু সিং, তখনই মাথা ও কাঁধের উপর সিলিংয়ের একটা বড় অংশ ভেঙে পড়ে। তাঁর পরিবারের দাবি, সুড়ঙ্গ নির্মাণের সময় তাঁরা দীর্ঘদিন হোটেলে থাকতেন। পরে মেট্রো কর্তৃপক্ষ বাড়িটিকে ‘ফিট সার্টিফিকেট’ দিয়ে ফের বসবাসের অনুমতি দেয়। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় আবার ভয় বাড়ছে সবার মধ্যে।

home boubazaer

বাড়িটিতে মোট ১৬টি পরিবার থাকেন। বাসিন্দাদের এক জন বলেন, যেখান থেকে চাঙর ভেঙে পড়েছে, সেখানেই তাঁদের রান্নাঘর। যে কোনও মুহূর্তে গোটা তলা ভেঙে পড়তে পারে বলে আতঙ্কে আছেন তাঁরা। ঘটনায় মেট্রোর ইঞ্জিনিয়াররা দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করছেন। এলাকায় পৌঁছেছেন বিধায়ক নয়না গঙ্গোপাধ্যায়ও। তিনি জানান, মেট্রো চললে কম্পন হবে এটা আগেই বিশেষজ্ঞরা বলেছিলেন। তবে এখানে ঠিক কী ঘটছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ পার্থপ্রতীম বিশ্বাস জানান, কম্পন হওয়া স্বাভাবিক। কিন্তু ফিট সার্টিফিকেট দেওয়ার সময় বলা হয়েছিল যে কম্পন মাটির উপর পর্যন্ত আসবে না। তিনি আরও জানান, এলাকার বাড়িগুলি বহু পুরোনো, তাই মেট্রো না হলেও ভারী গাড়ি গেলেও কম্পন হয়। যদি সত্যিই মেট্রোর কারণে এমন হয়ে থাকে, তবে আশপাশের বাড়িগুলিতেও তার প্রভাব দেখা যাবে। মেট্রো কর্তৃপক্ষের আরও সতর্কভাবে নজরদারি করা উচিত বলে মত তাঁর।