রক্তাক্ত পায়ে টুলে বসা শিক্ষিকাকে টেনে তুললেন আইপিএস! নবান্ন অভিযানে উত্তাল শহর

"পুলিশ আমাদের সঙ্গে ন্যক্কারজনক আচরণ করেছে।” গর্জে উঠলেন আন্দোলনকারীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় একে একে প্রিজন ভ্যানে তোলা হল চাকরি হারা আন্দোলনকারীদের। পুলিশের দাবি, জমায়েতের কোনও অনুমতি ছিল না। তাই শুরু হয় হঠাৎ ধরপাকড়। অভিযোগ উঠেছে, পুলিশ ঠেলে ফেলে দিয়েছে আন্দোলনকারীদের। চাকরিহারা শিক্ষকদের বক্তব্য, “আমরা কোনওরকম অশান্তি করিনি। শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পুলিশ আমাদের সঙ্গে ন্যক্কারজনক আচরণ করেছে।”

শুক্রবার সকাল ১১টা নাগাদ শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলে নামার কথা ছিল আন্দোলনকারীদের। তার আগেই ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবি তুলে জমায়েত শুরু হয়। তখনই ডোরিনা ক্রসিং-এর শপিং মলের সামনে থেকে একে একে সবাইকে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে।

dc central

এক মহিলা আন্দোলনকারী, যিনি পূর্ব বর্ধমানের এক স্কুলে চাকরি করতেন, বসেছিলেন একটি টুলে। তাঁর পা থেকে রক্ত বের হচ্ছিল। তিনি বলেন, “পুলিশ টেনে এনেছে, তাই পায়ে মারাত্মক চোট লেগেছে। যন্ত্রণা সহ্য করতে পারছি না।”