Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/xpqHNb6EVzZYJlYESkP0.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার রাতে তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ করে টুইট করল বঙ্গ বিজেপি। টুইটারে বঙ্গ বিজেপি লেখে, ‘শেষের শুরু!এখনই স্লোগান দেওয়ার লোক পাচ্ছে না, দুদিন পর ভোট দেওয়ার লোক পাবে না তৃণমূল।মমতার,প্রধানমন্ত্রী হওয়ার যেটুকু জেগে ছিল আশ, মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্রিশগড় দিয়ে দিল বাঁশ।’
শেষের শুরু!
— BJP West Bengal (@BJP4Bengal) December 4, 2023
এখনই স্লোগান দেওয়ার লোক পাচ্ছে না, দুদিন পর ভোট দেওয়ার লোক পাবে না তৃণমূল।
মমতার,প্রধানমন্ত্রী হওয়ার যেটুকু জেগে ছিল আশ,
মধ্যপ্রদেশ,রাজস্থান আর ছত্রিশগড় দিয়ে দিল বাঁশ। pic.twitter.com/GpmvMssvAM
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us