আত্মগোপনের পর নাটকীয় গ্রেফতার! ট্যাংরা থেকে ধরা পড়লেন রাকেশ সিংহ

মঙ্গলবার রাতে ট্যাংরা থেকে গ্রেফতার রাকেশ সিংহ।

author-image
Tamalika Chakraborty
New Update
rakesh singh  arrested

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা রাকেশ সিংহকে শেষমেশ গ্রেফতার করল কলকাতা পুলিশ। সোমবার গভীর রাতে ট্যাংরা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ মঙ্গলবার ধৃত রাকেশকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। বিহারে প্রধানমন্ত্রীর সভায় কুমন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর ও তাণ্ডব চালায় বিজেপির একদল কর্মী-সমর্থক। অভিযোগ, সেই হামলার নেতৃত্বেই ছিলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন।

arrested 123

রবিবার ইডেন গার্ডেন্সের সামনে রাকেশকে দেখা যায় এবিপি আনন্দের ক্যামেরায়। এরপর থেকেই প্রশাসনের তরফে তাঁকে গ্রেফতার না করা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। অবশেষে টানা কয়েকদিনের চেষ্টার পর সোমবার রাতে পুলিশ তাঁকে পাকড়াও করতে সক্ষম হয়।