/anm-bengali/media/media_files/cXEpNFc6qMPedY3RpVMC.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল টুইট করে বলেন, "মঙ্গলবারই এক ব্যবসায়ীর মাথায় গুলি করেছিলেন যুবক। গ্রেফতারও হয়েছেন। কিন্তু শরীরী ভঙ্গিমায় কোনও অনুতাপ নেই! উল্টে পুলিশি ঘেরাটোপের মধ্যেও ‘দাপট’ দেখিয়ে যুবক জানালেন, পুরনো রাগ ছিল। সেই রাগ থেকেই ব্যবসায়ীকে গুলি করেছেন। কোনও দলের সঙ্গে যুক্ত? এই প্রশ্ন করেছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। থানার সামনে দাঁড়িয়ে গোঁফ পাকাতে পাকাতে ওই যুবক জবাব দিলেন,‘আমি তৃণমূল করি!’ তৃণমূল শুধু চোরেদের আশ্রয় দেয়না। অপরাধীদেরও নিশ্চিত আশ্রয়। অপরাধীরা জানে তৃণমূল করলেই, সব কিছু থেকে ছাড় পাওয়া যায়। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ সব কিছু করার লাইসেন্স মেলে।"
/anm-bengali/media/media_files/4EEf6SOtmm0jMsXcOssx.jpg)
মঙ্গলবারই এক ব্যবসায়ীর মাথায় গুলি করেছিলেন যুবক। গ্রেফতারও হয়েছেন। কিন্তু শরীরী ভঙ্গিমায় কোনও অনুতাপ নেই! উল্টে পুলিশি ঘেরাটোপের মধ্যেও ‘দাপট’ দেখিয়ে যুবক জানালেন, পুরনো রাগ ছিল। সেই রাগ থেকেই ব্যবসায়ীকে গুলি করেছেন। কোনও দলের সঙ্গে যুক্ত? এই প্রশ্ন করেছিলেন সংবাদমাধ্যমের… pic.twitter.com/GXxdXPlMTS
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) November 13, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us