New Update
/anm-bengali/media/media_files/IVHKfnzc7B7xJHqejdu5.jpg)
নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় বিজেপির জনসভা উপলক্ষে জোর কদমে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। বুধবার ধর্মতলায় বিজেপির জনসভা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে উপস্থিত থাকবেন। তার ঠিক আগে বঙ্গ বিজেপির তরফ থেকে টুইটারে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা থাকে, 'অনেক হয়েছে বঞ্চনা, অনেক হয়েছে শাসকদলের অত্যাচার। জাগছে জনতা, গড়বে এবার প্রতিরোধের পাহাড়। দলমত নির্বিশেষে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিজেপির ডাকে আগামী ২৯শে নভেম্বর ২০২৩ 'কলকাতা চলো' কর্মসূচিতে অংশ গ্রহণ করুন।'
অনেক হয়েছে বঞ্চনা, অনেক হয়েছে শাসকদলের অত্যাচার।
— BJP West Bengal (@BJP4Bengal) November 27, 2023
জাগছে জনতা, গড়বে এবার প্রতিরোধের পাহাড়।
দলমত নির্বিশেষে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিজেপির ডাকে আগামী ২৯শে নভেম্বর ২০২৩ 'কলকাতা চলো' কর্মসূচিতে অংশ গ্রহণ করুন। pic.twitter.com/n5Kc5BzbTk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us