New Update
/anm-bengali/media/media_files/cFm8C4dOE7HfPchjutNB.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা হয়ে গেল। সভার শুরু থেকেই অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ও রাজ্যের দুর্নীতিকে আক্রণ করেন। অমিত শাহের সভাস্থলে মোট ১০টি ড্রপবক্স রাখা হয়েছিল। বিজেপি নেতারা দাবি করেছেন, ওই ড্রপবক্সে প্রায় ৫০ হাজার মানুষ রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই অভিযোগপত্রগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us