/anm-bengali/media/media_files/2025/07/25/bengali-migrant-labour-2025-07-25-13-19-03.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে কাজে গিয়ে নৃশংস খুনের শিকার হলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম আবু বক্কর মণ্ডল, বয়স ৩৩। তাঁর দেহ ক্ষতবিক্ষত অবস্থায় একাধিক টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছিল জলাশয়ে। এই জঘন্য হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়ার নারায়ণপুর গ্রামে, যেখানে তাঁর পৈত্রিক বাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন আবু বক্কর। দীর্ঘদিন ধরেই সেখানেই রাজমিস্ত্রির কাজ করছিলেন।
গত ২০ জুলাই, রবিবার সন্ধ্যার পর থেকেই আবু বক্করের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোন বন্ধ, আর কোথাও কোনও খোঁজ না মেলায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন তাঁকে খুঁজে না পেয়ে ভাসি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।
এরপর পুলিশ তদন্তে নামে এবং মঙ্গলবার এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। ওয়াসিগাঁও এলাকায় আবু বক্করের ভাড়া বাড়ি থেকে কিছুটা দূরে একটি ডোবার ভেতর থেকে উদ্ধার হয় এক বস্তাবন্দি দেহ। বস্তা খুলতেই উঠে আসে নির্মমতার ছবি—দেহ টুকরো টুকরো করে ফেলা, রক্তাক্ত অবস্থায় পচাগলা অংশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
পরিচয় শনাক্তের পর পুলিশ মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেয়। গতকাল রাতে দেহ বাদুড়িয়ায় আনা হয়, আর সেই সঙ্গে ভেঙে পড়ে পরিবার। গ্রাম জুড়ে শোকের ছায়া।
এই খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতা, পেশাগত দ্বন্দ্ব না কি অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত জোরদার করা হয়েছে।
ঘটনার নৃশংসতা ঘিরে প্রশ্ন উঠছে—অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কতটা নিরাপদ বাংলার পরিযায়ী শ্রমিকরা?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us