“বাংলায় মেয়েরা নিরাপদ নন”, NCRB রিপোর্ট নস্যাৎ করে বললেন রাজ্যপাল

নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
governor

File Picture

নিজস্ব সংবাদদাতা: একদিকে জাতীয় অপরাধ দমন ব্যুরোর (NCRB) ২০২৩ সালের রিপোর্ট বলছে, দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, অন্যদিকে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের মন্তব্যে নতুন করে আগুন জ্বলেছে। রাজ্যপাল বলেছেন, “রাজ্যে মেয়েরা নিরাপদ নন। আইনশৃঙ্খলা অবস্থা ভালো নেই”। 

দুর্গাপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। পরবর্তীতে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন এবং নির্যাতিতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলার পর তাঁর এই উপলব্ধি হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো রিপোর্টে যা বলার ছিল, তা তিনি জানিয়েছেন।

governor 1

প্রসঙ্গত, দিন কয়েক আগেই দুর্গাপুরে গিয়ে রাজ্যপাল মন্তব্য করেছিলেন, “বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন”। সেই মন্তব্য ঘিরেই তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল। এবার ফের তাঁর মন্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলো।