New Update
/anm-bengali/media/media_files/wVk5YFDz60lxAzdSA72d.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার কলকাতায় আসছেন অমিত শাহ। অমিত শাহের সভা নিয়ে রাজ্য-রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে। অমিত শাহের সভার ঠিক আগে শহরের বিভিন্ন জায়গায় অমিত শাহকে কটাক্ষ করে হেডিং টাঙানো হল। শ্যামবাজার, শিয়ালদহ, উল্টোজাঙা, সল্টলেক সহ শহরের একাধিক জায়গা শাহ বিরোধী পোস্টারে ছেয়ে গিয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, রাজ্যে বিজেপির কোনও সমর্থন নেই। তাই বিজেপি নেতাদের দিল্লি থেকে ডেইলি প্যাসেঞ্জারি করে কোনও লাভ হবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us