মান ভাঙালেন বিচারপতি! এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বার অ্যাসোসিয়েশনের

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল বার অ্যাসোসিয়েশন। বিচারপতি বৃহস্পতিবার দুপুরে বার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেন। সেখানেই তিনি বলেন, 'নতুন বছর আসছে। পুরনো কথা ভুলে এগিয়ে যেতে হবে।'

New Update
 abhijit edit.jpg

নিজস্ব সংবাদদাতা:  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবেদনের পরেই এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বার অ্যাসোসিয়েশন। জানা যায়, দুপুর সোয়া একটা নাগাদ বার অ্যায়োসিয়েশনের দুই নম্বর ঘরে যান। জানা গিয়েছে সেখানে গিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ করতে  গেলে মাথা গরম হবেই। সেটা নিয়েই চলতে হবে। নতুন বছর আসছে, পুরনো কথা ভুলে নতুন করে এগিয়ে যেতে হবে।'  জানা যাচ্ছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই আবেদনের পরেই এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বার অ্যাসোসিয়েশন।