/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতার বুকে পাকিস্তানি নাগরিক বসে চালাচ্ছিল জাল পাসপোর্ট চক্র! এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃত আজাদ মল্লিক নামে এক যুবক, যার আসল পরিচয় পাকিস্তানি—জানিয়েছে তদন্তকারী সংস্থা। নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সে।
১৪ দিন আগে উত্তর ২৪ পরগনার বিরাটি এলাকা থেকে গ্রেফতার করা হয় আজাদকে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হলে ইডি-র আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, আজাদ মূলত পাকিস্তানি নাগরিক। প্রায় ১২-১৩ বছর আগে বাংলাদেশ হয়ে ভারতের মাটিতে পা রাখে সে। এরপর বিভিন্ন জায়গায় ডেরা বদলে বসবাস করছিল এবং বাংলা ভাষাও শিখে নেয়।
ইডি-র দাবি, আজাদ কলকাতায় বসে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের জন্য জাল নথি তৈরি করে পাসপোর্ট বানিয়ে দিত। ভারতে তার নাম ছিল আজাদ মল্লিক, আর বাংলাদেশে পরিচিত ছিল আজাদ হুসেন নামে। শুধু পাসপোর্ট নয়, ভিসা ও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সেরও আবেদন করেছিল সে।
/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
তদন্তকারীরা আরও জানিয়েছেন, আজাদের সঙ্গে এক মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই মহিলাকে বিয়ে করার পরিকল্পনাও ছিল তার। তবে আজাদের গ্রেফতারের পর সেই যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এখন তাঁকে খোঁজার চেষ্টা চালাচ্ছে ইডি।
এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে একজন পাকিস্তানি নাগরিক এতদিন ধরে কলকাতার বুকে জালিয়াতি চালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us