New Update
/anm-bengali/media/media_files/ubx8HSba08sYVoaOLWYp.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে এক ব্যক্তি কলকাতা পুলিশকে বিপদে মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি লেখেন, শুক্রবার বৃষ্টির পিছল রাস্তায় সায়েন্স সিটি ব্রিজের ওপর এক বাইক ট্যাক্সি যাত্রী সহ ছিটকে পড়ে। ঘটনায় বাইকের চালক গুরুতর আহত হন। ঘটনায় অন্যান্য বাইক চালকরা উপস্থিত হন। আহতদের সাহায্যের চেষ্টা করেন। সেই সময় এক ব্যক্তি সামনের সিগন্যালে থাকা কলকাতা পুলিশের তাপস চক্রবর্তীকে ডেকে আনেন। তাঁর যুদ্ধকালীন তৎপরতার জেরে দ্রুত গুরুতর আহত বাইক চালককে অ্যাম্বুল্যান্সের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। শনিবার কলকাতা পুলিশের তরফে এই ফেসবুকের এই পোস্টটির স্ক্রিনশট টুইটারে শেয়ার করা হয়।
ধন্যবাদ আপনাকে pic.twitter.com/qpSO6rkquX
— Kolkata Police (@KolkataPolice) December 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us